Header Ads Widget

তোমার স্মৃতিগুলো আজও মনে ভাসে,




তোমার স্মৃতিগুলো আজও মনে ভাসে,

হারিয়ে গেছো তুমি দূরের আকাশে।

যেখানে থাকো ভালো থেকো তুমি,

এই কামনা করি আমি প্রতিদিন।

দ্বিতীয় স্তবক:

তোমার হাসি, তোমার কথা,

আজও করে আমায় ব্যাকুলতা।

জানি না কোথায় তুমি, কেমন আছো,

শুধু জানি তোমায় খুব মিস করি আজও।

তৃতীয় স্তবক:

চোখের কোণে জল জমে শুধু,

তোমাকে হারানোর ব্যথা আজো অনুভব করি।

ফিরে এসো তুমি আবার,

এই মন শুধু তো

মাকেই চায় আবার।



Post a Comment

0 Comments