গীতিকার সুরকার মামুন দেওয়ান
গীতিকার সুরকার মামুন দেওয়ান
শিত গেলো বসন্ত আইলো সামনে ফাল্গুন কেমন করে নিভাই মনের আগুন দিনে দিনে শুধু বাড়ে জ্বালাতন আর কতোকাল রাখবো ধরে সোনার যৌবন।।
আমার মনের বাগানে ফুটিলো ফুল জুই চামেলী বেলী শেফালী বকুল।। আমি পাইনা খুঁজে কূল হয় সকল কাজে ভুল।। ফুলের ঘ্রানে মন ভ্রোমরা করে গুন গুন...ঐ
ও সে আসবে বলে আমি সাজাই বাসর পথ চেয়ে চেয়ে হয় নিশি ভোর।। আমার কাটে না সে ঘোর ও সে করিবে আদর।। ও তার আশায় আশায় যায় মধুর লগন ...ঐ
আমি কেমনে থাকি একা একা কবে পাবো আমি তাহার দেখা।। ভেবে কয় দেওয়ান মামুন রসে ভরা এই যৌবন।। বৃথা যাবে না আসিলে প্রাণের সুজন...ঐ
0 Comments