Header Ads Widget

হযরত ইব্রাহিম (আঃ) ও এক ভিক্ষুক

 

সুবহানাল্লাহ! খুবই শিক্ষণীয় দুটি গল্প ||

প্রথম গল্পটি হযরত ইব্রাহিম (আঃ)-এর দয়া, সহনশীলতা এবং আল্লাহর অসীম রহমতের এক অপূর্ব দৃষ্টান্ত। আল্লাহ তায়ালা আমাদের শেখাচ্ছেন, হিদায়াত দেওয়া তাঁর কাজ, আর আমাদের কাজ হল সহানুভূতির সাথে মানুষের পাশে থাকা, এমনকি তারা ভুল পথে থাকলেও।


দ্বিতীয় গল্পটি দুনিয়ার মোহ ও আখিরাতের বাস্তবতা নিয়ে এক গভীর উপমা। দুনিয়া সত্যিই এক মোহময়ী নারীর মত, যার পেছনে আমরা সবাই ছুটে চলি—কিন্তু শেষমেশ কবরের গর্তই আমাদের শেষ গন্তব্য হয়ে দাঁড়ায়।


আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে আখিরাতকে মুখ্য করে তুলার তাওফিক দিন।


আমীন।


এই ধরনের আরও গল্প বা ইসলামিক কনটেন্ট পেতে

 আগ্রহী?


Post a Comment

0 Comments