ভুল করে
আমি ভুল মানুষের সংগে
জীবনটারে সাজাইতে চাইলাম....
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
ভুল করে আমি ভুল মানুষের সংগে
ভুল করে আমি ভুল মানুষের সংগে
জীবনটারে সাজাইতে চাইলাম.....
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
জানতাম নারে ইট পাথরে পড়া তোমার মন....
তুমি কারো কোন দিনও হয় নারে আপন
জানতাম নারে ইট পাথরে পড়া তোমার মন....
তুমি কারো কোন দিনও হয় নারে আপন
না জানি সাধন প্রেমের উদ্দিপন
না জানি সাধন প্রেমের উদ্দিপন
প্রেম বিফলে রুপন করিলাম ....
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি নয়...
প্রেম করিবার আগে বুঝি পরে বুঝার নয়
ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি নয়...
প্রেম করিবার পরে বুঝি আগে বুঝার নয়
দুখি যারা বুঝবে নিশ্চয়ই
দুখি যারা বুঝবে নিশ্চয়ই
কেন তিলে তিলে নিঃশ্ব হলাম
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ...ভালবাসিলাম
সাজাইতে পারলাম জীবন সুখের সমতুল্য...
এই জীবনে পেলাম নারে ভালবাসার মূল্য
সাজাইতে পারলাম জীবন সুখের সমতুল্য...
এই জীবনে পেলাম নারে ভালবাসার মূল্য
অন্দ রাসেল নুরী তোমার প্রেমেরো ভিখারী
আবীর পাগলা মনে প্রানে প্রেমেরো ভিখারী
খোজে জীবন চলার সাথী না পেলাম
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ...ভালবাসিলাম
ভুল করে আমি ভুল মানুষের সংগে
ভুল করে আমি ভুল মানুষের সংগে
জীবনটারে সাজাইতে চাইলাম.....
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
না জেনে না বুঝে তারে ভালবাসিলাম
আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম. Jayed by ..
jayed6@gmail.com
Call.01727084118
0 Comments