Header Ads Widget

তুমি বলেছিলে




তুমি বলেছিলে
পৃথিবীর সব\n
বদলে গেলেও বদলাবে\n
না তুমি.\n
সে কথা বোকার মত\n
বিশ্বাস
করে ছিলাম আমি...\n
আজ পৃথিবী ঠিক ই\n
আছে
কিন্তু বদলে গেছ\n
তুমি........॥

Post a Comment

0 Comments